খুব দরকার
------------------
----নজরুল ইসলাম খান


প্রচন্ড  একটা বৃষ্টির খুব দরকার ।
যাতে  ভেসে যাবে পৃথিবীর সকল প্রান্তর,
ভেসে যাবে মানুষ ও তার সব অহংকার ।
ধুয়ে মুছে  হবে পুরো  একাকার ।
উঁচু নিচু  বিভেদের দেওয়াল সব ভেঙে, সবার  জন্য  হবে   এক সমতল।
হাত ধরাধরি করে মানুষে -মানুষে  জেগে উঠবে একসাথে  আবার ,
প্রতিষ্ঠিত হবে সকলের অধিকার ।


দরকার নুহু নবীর সময়ের  মতো
আরও একটি বন্যার।
যেখানে বিলীন হয়ে যাবে সকল জঞ্জাল,
দুঃসহ  যন্ত্রণার পরিসমাপ্তি ঘটে
হৃদয়ে আসবে প্রশান্তির সমাহার ।
শুধু, টিকে থাকবে  অকৃত্রিম মানুষগুলো
আর তাদের অন্তর।
সেই অন্তরে থাকবে প্রেম -ভালোবাসা ও সহানুভূতি  ।
পরিশুদ্ধতার কিস্তিতে আশ্রয় নেওয়া মানুষগুলো
নতুন চরের সন্ধানে ফিরবে  তন্ন তন্ন করে ,
আশ্রয়স্থলকে গড়বে  সবার  উপযোগী  রূপে ।
সবার জন্য আসবে ফের একটি পৃথিবী অতীব সুন্দর ।


১৫/০৫/২০২৩