খুল্ল
----------
------নজরুল ইসলাম খান


জীবনের সব দাবী মেটেনা কোনদিন ,
তবু, আমি থাকি ঘুমহীন ।
পৃথিবীর দেওয়া  ঋণ, শোধ হয়না চিরদিন,
তবু, আমি হই হতাশায়  বিলীন।
আমার মধ্যে আমি, বেমানান দিন দিন ।
আমি ভাবি , সবাই করবে আমায় গন্য  ।
জীবনে আমি করেছি কী কার জন্য?
মানুষ হবে যে ধন্য !
অকিঞ্চন কিছু করে ,
ভেবেছি হয়েছে অনন্য ।
আসলে সেতো নগন্য ।
কবে আমি কী দিয়েছি কাহারে?
দিতে চাইলে কিছু ,
মন বলে,  চলে গেল সব আহা রে!
চলি আমি একা বিহরে ।
মন কেন নাচবে বাহারে ?
যক্ষের ধন যা কিছু আছে ,
আমার কাছে তার অতি মূল্য ।
জগতের কাছে যদিও তুচ্ছ তুল্য।
নিজেকে যতই ভাবি উৎফুল্ল ,
ধরণীতে হয়তো আমি অতি খুল্ল ।
০২/০১/২০২২