খুশির মেলা
----------------
---নজরুল ইসলাম খান


হাজার ছড়া হবে পড়া,
লক্ষ তারার রাতে ।
জোনাকিরা মিটিমিটি ,
আলো দেবে সাথে ।


ফুল পরীরা নাচ দেখাবে ,
চাঁদের জোছনা মেখে।
নিশি কবির কাব্য হবে,
সেথায় থেকে থেকে ।


চাঁদের বুড়ি দেবে তুড়ি ,
খুশির জোয়ার দেখে ।
হরিণ ছানা থমকে যাবে ,
চোখের পলক রেখে ।


ঘুম পরীরা জেগে রবে ,
দেখতে খুশির মেলা ।
খোকা খুকু এতোটুকু,
করো না আর হেলা ।


১৯/০২/২০২৩