কবি নজরুল
-------------------
-------------নজরুল ইসলাম খান


কবি নজরুল----------
যুগ -যুগান্তে বাঙালির হৃদয়ে তুমি  শ্রদ্ধার ফুল ।
বিদ্রোহী কবি,  প্রেমের কবি, গানের কবি তুমি ।
পুষ্প -পল্লবে সুশোভিত করেছ সাহিত্যের বিরান ভূমি ।
হিন্দুর কবি, মুসলিমের কবি, তুমি মানুষের কবি ।
ধর্মের কবি, মর্মের কবি, তুমি সাম্যের ছবি ।
বিরহ -বেদনা -ভালবাসা পেয়েছ তুমি সবই ।
ছায়াপথে  তোমার স্থান তাই পাশ কাটিয়ে রবি ।
যতদিন রবে বাংলা ভাষা সাহিত্য পৃথিবীতে ।
বাঙালির হৃদয়ে রবে তুমি উচ্চ আসন পেতে ।
তুমি রাজা, তুমি মহারাজা বাংলাভাষাভাষীর।
তুমি ভিন্ন এত সম্মান পেয়েছে কে বঙ্গবাসীর?
যোদ্ধা তুমি, বীর তুমি , আলেকজান্ডার মহাবীর।
অন্যায়ের বিরুদ্ধে অবিচল চির উন্নত তব শির ।
উৎসাহ তুমি, প্রেরণা তুমি, বাঙালির তুমি আশা ।
জন্মদিনে তোমার প্রতি রইল ভালবাসা ।


২৫/০৫/২০২২