কবি-সাহিত্যিক
--------------------
----নজরুল ইসলাম খান


কবি- সাহিত্যিকরা পাগলের ন্যায়  
মত্ত থাকে লেখার নেশায় ।
যখন যা মন চায়,
অবিরত লিখে যায় ।
বিনিময়ে কিছুই না চায় ।
ঠিক যেন ঘরের খেয়ে বনের মোষ তাড়ায় ।
সংসারে থাকে অশান্তি ,
চলে অভাব অনটনের ক্রান্তি ;
যতই আসুক ক্লান্তি  ,
তবুও দমবার পাত্র নয় ।
নেই মনের পরাজয় ।
কোন ভুতে তাকে পায়  ;
সারাক্ষণ দৌড়ায় ,
শুধু নবতর সৃষ্টির আশায় ।
মানুষকে স্বপ্ন দেখায়,
দেখায় ভালো থাকার উপায়।
অতীতকে বর্তমানে এনে,
বর্তমানকে ভবিষ্যতে নিয়ে যায়  
গেঁথে এক সুতায় ।
বিনিময়ে কিছুই না চায় ।
শুধু থাকে একটু ভালবাসার আশায় ।
যদি তা পায়,
জীবন স্বার্থক ভেবে আনন্দে কাটায় ।


২০/০১/২০২৩