কবি
-----------
-------নজরুল ইসলাম খান


সে ই তো কবি ,
যে টুকরো টুকরো কথা দিয়ে,
কথার মালা সাজায়।
সে ই তো কবি,
যে যুগের ঘটমান দৃশ্যকে,
বন্দী করে ভাষায় ।
সে ই তো কবি ,
যাকে ফেলে আসা দিন গুলো ,
আজও কাঁদায় হাসায়।
সে ই তো কবি,
যাকে বর্তমানে রোমাঞ্চ জাগায় ,
ভবিষ্যতের আশায়।
সে ই তো কবি,
যে নিজের কথা দিয়ে,
সবার কথা  কয়।
সে ই তো কবি,
যার মৃত্যু নেই, বন্ধন নেই,
স্থান কালের খাঁচায় ।


১২/০২/২০২২