কবিতা কেন লিখি
------------------------
----নজরুল ইসলাম খান


কবিতা যে কেন লিখি,
সে কথা ভেবে না দেখি ।
সকাল- দুপুর- রাত,
আমি কবিতায় মগ্ন থাকি ।
কবিতা করেছে  আমার অনেকখানি  নষ্ট ,
তবুও হয় না তাতে এতটুকু কোন কষ্ট ।
শুধু জানি  কবিতার মাঝে  আমি  স্বপ্ন আঁকি স্পষ্ট  ।
কবিতা যে আমার জীবন ,
কবিতা তো রবির কিরণ,
কবিতা আমার হৃদয় পুরীতে সুখ বিলাসী আভরণ ।
কবিতার মাঝে কথা বলি,
কবিতার মাঝে পথ চলি,
কবিতায় পাই সুখের ঠিকানা, দুঃখেরও  চোরাগলি ।
কবিতায় আমি আগামীকে দেখি ,
অতীতকে আমি কবিতায় শিখি ,
কবিতায় বাঁধি সবার জন্য সুখের স্বপ্ন রাখী ।
আমি কবিতায় গান গাই,
কবিতায় প্রাণ ফিরে পাই,
কবিতার মাঝে  দুঃখকে আমি  ভুলিয়ে রাখতে চাই ।


২২/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা