কবিতা মঞ্জরী
----------------
---------নজরুল  ইসলাম খান


হৃদয় কাননে করি কবিতার চাষ,
ফোটাই কথার কলি নিয়ে বিশ্বাস ,
আনন্দ বিলাবে সবার মনে বার মাস ,
তোমাদের ভালো বাসার পেলে আশ্বাস ।


শত কবিতার দলে গেঁথেছি যে মালা,
সাজিয়েছি তোমাদের উপহার ডালা,
অবসরে মন যখন হয় যে নিরালা ,
পরিও  গলেতে সবার গাঁথা সে মালা।


বন্ধুরা হয়ে সবাই একত্রীকরণ  ,
কবিতার কুঞ্জবন করে বিচরণ ,
প্রচেষ্টা করে সবাই সর্বান্তকরণ ,
কবিতা মঞ্জরী  করেছো নামকরণ ।


তোমাদের দেওয়া নাম ছড়াক আলো ,
যতদিন সবার মনে লাগবে  ভালো ,
শত কবিতার এই যে কাব্য দল,
বন্ধুদের নামে  উৎসর্গীকৃত  হলো ।
০৬/০১/২০২২