কখন বন্ধ হয়
-------------------
------নজরুল ইসলাম খান


কখন বন্ধ হয়  দুই চাকার গাড়ি,
ফেরা হবে না  আর রঙের বাড়ি ।
পরিচিত সবকিছু  সহসা ছাড়ি,
অচেনা গন্তব্যে দিতে হবে পাড়ি।


দুচোখের আলোর স্বপ্ন  ভুলি,
আধাঁরের সাথে হবে কোলাকুলি ।
সাথী হবে শুধু কৃতকর্মের  ঝুলি,
অনন্ত যাত্রায় সাদা পাল তুলি ।


পিছনে ফিরে আর হবে না দেখা,  
রয়েছে যা কিছু স্মৃতি দিয়ে মাখা ।
নিরুদ্দেশের পথে যেতে হবে একা।  
চুকাবে  সংসারের  যত লেখা- জোখা।
০৯/০১/২০২৩