কল্পনার আল্পনা
---------------------
---নজরুল ইসলাম খান


আকাশের নীল ক্যানভাসে প্রথমে একটি
লাল সূর্য আঁকলাম।
দেখলাম চারিদিকে  সোনালী আলো
ঝলমল করে উঠছে ।
তারপর পাশে একটি পৃথিবী আঁকলাম ।
তাতে কয়েকটি বৃক্ষ আঁকলাম ,
কিছু ফুলের গাছ, কয়েকটি প্রজাপতি, অনেকগুলো
পাখিও আঁকলাম।
দেখলাম প্রজাপতিগুলো ফুলের উপর, পাখিগুলো গাছের ডালে ওড়াউড়ি করছে ।
তারপর কিছু মেঘ আঁকলাম ,
একটি নদী আঁকলাম,
পাশে একটি ঝর্ণা আঁকলাম ।
দেখলাম ঝর্ণার পানি নদীতে  স্রাোত বইতে শুরু করছে।


এরপর সুন্দর দেহসৌষ্ঠবের একটি  মানব আঁকলাম ।
মানবটি ঝর্ণাধারা দেখল,  নদীর পশে যেয়ে বসল ,
ফুলের ঘ্রাণ নিল, পাখির গান শুনল,
গাছের পাতা ছুঁয়ে দেখল, একটি ফুলও ছিড়ল।
কিন্তু,  একাকীত্ব তাকে আঁকড়ে ধরল,
সে মন মরা হয়ে পরল ।
বিষয়টি  বুঝতে পেরে পাশে একটি সুন্দরী মানবী এঁকে দিলাম।
এবার দেখি তারা পরস্পরকে কাছে টানছে ।
সূর্য ক্রমশ পশ্চিম দিকে হেলে পড়ছে,  একসময়ে তা  অস্ত গেল ।
অন্ধকার আকাশে  একটি  পূর্ণিমার চাঁদ আঁকলাম ।
পাশে কিছু  তারা  এঁকে দিলাম,
একটি সাজানো গোছানো ঘর এঁকে
ঘুমাতে ঘেলাম ।
ঘুম থেকে জেগে দেখি মানবের পাশে মানবী বসে আছে।
পাশে কতগুলো ছেলেমেয়ে খেলা করছে ।
পৃথিবী মুখরিত হয়ে উঠেছে ।


০৭/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা