কোনটি সঠিক
-----------------------
---------------নজরুল  ইসলাম খান


আমি একটি কবিতা লিখেছিলাম,  স্ত্রীকে নিয়ে ,
বলেছিলাম, তুমি আমার অর্ধাঙ্গিনী,
তোমাকে ছাড়া আমার চলেনা।
একজন শুভাকাঙ্ক্ষী আমার কবিতা পড়ে বলল,
অত বেশী মাথায় তুলনা ।
শেষে নামাতে পারবে না।
বাসার কাজের মেয়েটি কাজ করে চমৎকার ,
কোন কিছু বলতে হয়না,
সব কিছু করে রাখে ঠিকঠাক।
স্ত্রীর তবু মন ভরে না,
আরও তার চাই ।
একদিন সব কিছু দেখে খুশী হয়ে বললাম ,
দারুণ কাজ কর তো!
স্ত্রী শুনে বলল, অত প্রশংসা কোরোনা ।
শেষে আর কাজ করাতে পারবে না।
অফিসে যাওয়ার পথে কয়েকজন অসহায় লোক
হাত বাড়ায় সাহায্যের আশায় ,
মাঝে মাঝে কিছু দিইও।
হয়তো এছাড়া কোন উপায় নেই তাদের ।
একজন সহকর্মী বলল,
অত প্রশ্রয় দিও না ।
শেষে পথ চলতে পারবে না।
মন খারাপ লাগলেও ,
চোখের সামনে ঘটে যাওয়া অন্যায়ের
প্রতিবাদ করতে পারিনা ,
দূর্নীতি রুখতে পারিনা৷,
সবার উপদেশ একটিই ।
শেষে সামলাতে পারবে না ।
যত ভালোই হোক ,
পুত্র বঁধুর প্রশংশা করতে পারি না ।
জানালা বেয়ে ঘরে ঢোকা ক্ষুধার্ত বিড়ালটিকে
উচ্ছিষ্ট খাবার  দিতে পারিনা ।
ইচ্ছা থাকলেও ,
ভালো কিছু করতে পারি না ।
সব ক্ষেত্রেই বাধা,
অত বেশী -----না ।
আমি বুঝতে পারি না,
কোনটি সঠিক?
নাকি  কোনটাই না।
২৩/১২/২০২১