কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন
---------------------------
-----নজরুল ইসলাম খান


কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন ,
হয় না কভু স্বজন  ।
ভালবাসায় যতই দাও,
ভিজিয়ে  হৃদয়ের প্রাঙ্গণ ।


একটু খানি সুযোগ পেলে,
সাপের ন্যায় ছোবল মারে।
কিংবা ধরে ঘাড় মটকিয়ে ,
হিংস্র সিংহেরই মতন ।


কাজে পেলে  অবহেলা,
দেখবে  অন্তিম বেলা ;
বাড়ায়  কেমন দেহ- মনে
ভীষণরকম জ্বালাতন  ।


বাঁচায় না সে বিপদ থেকে ,
নিজের ঘাড়ে দোষটি  রেখে ;
বরং দেয়  ভাসিয়েই জলে,
না জানলেও  যে সন্তরণ  ।


শত বছর পাশে থেকেও ,
মনের কাছে মন রেখেও,
কেবলমাত্র  সম্পর্ক হয় ;
উর্ধ্বতন আর  অধস্তন ।


নিজ কাজ  তাই  যাও করে ,
নৌকা বাও খুব দূরে দূরে ।
এবং থাকো সকল ক্ষেত্রেই
অধিক মাত্রায়  সচেতন ।


আপন কাজ  হোক বেশি  প্রিয় ,
সতর্কতাই  অধিক  শ্রেয় ।
অন্যের  উপর  ভরসা করে  
না হও কারো বিরাগভাজন ।


একটু সবার কৃপাদৃষ্টি,
পড়ুক অধস্তনের প্রতি ।
বজায় থাকুক সু- সম্প্রীতি,
সবার ভিতরে সারাক্ষণ ।  


২৯/০৫/২০২৩