করোনার প্রভাব
------------------------
----নজরুল  ইসলাম  খান


করোনা আবারও আসবে নাকি?
কেউ থাকে ভয়ে ভয়ে , কেউ বা তার আশায় থাকি।
চাকরি যাদের সরকারি,
তাদেরই আমোদ ভারী ।
যা ই ঘটুক ডোন্ট ওরি।
মাস গেলেই অ্যাকাউন্টে বেতনটা ডেলিভারি ।
অফিস বন্ধ , স্কুল কলেজ খুলবেনা তাড়াতাড়ি ।
নিশ্চিন্তে খাই দাই, নাক ডেকে ঘুম পড়ি।
সুযোগটা থাকে যেন বার মাস
মনে মনে দোয়া করি ।
অসৎ ব্যবসায়ী, ভ্যাকসিন কারবারি ,
তাদের ও পোয়াবারো -ই ।
শুধু অশনীসংকেত দেখে,দুই চোখে,
নিন্ম আয়ের মানুষ, আর কাজ নাই যাদের মাস ওয়ারী।
জাতির ভবিষ্যত,  হয়েছে ধূলিসাৎ  ,
ক্ষতির মধ্যে সব ছাত্র ছাত্রী ।  
কারো পৌশ মাস, কারো সর্বনাশ,
করোনা তুমি রাখলে প্রমান তারই ।


০৯/০১/২০২২


(করোনা কালীন লেখা)