কষ্টের আচার
--------------------
------নজরুল ইসলাম খান


প্রতিদিনই রাখছি রোজা দিন  যাচ্ছে  বেশ,
এক মাস পরে একদিন  রোজা হবে শেষ ।
দিনের বেলা সব নিষিদ্ধ রাতে শুধু খাওয়া,
রোজা রাখার মন পেয়েছি এ পরম পাওয়া।
সুস্থ সবল মানুষেরা ভয়হীন অন্তরে,
আহার করছে ইচ্ছে মতো পর্দা দিয়ে  ঘরে।
কেউ কেউ  লোক সন্মুখে চালাচ্ছে নির্দ্বিধায় ,
তাদের কাছে এসব নয় মোটেই  বিধায় ।
আমার আর তাদের মধ্যে ব্যবধানটা  কী?
রোজার শেষে শরীর - স্বাস্থ্যে সমান দেখেছি।
আমি বড়ই ভিতু মানুষ নিয়ম পালন করি,
ভয় অথবা ভালবাসায় তাকেই আঁকড়ে ধরি ।
তবু যদি এর বদলে বাড়তি কিছু  পাই,
এই বিশ্বাসে পূর্ণ দিবস উপোসে কাটাই।
না পেলেও তার জন্য আফসোস  কিছু নাই,
অনাহারীর কষ্ট কিছু  বুঝে নিলাম তাই ।
পরকাল নেই এ বিশ্বাসে সবাই পেলে মাফ,
অনাগত ভয় থেকে  বাঁচব ছেড়ে  হাঁপ।
কিন্তু যদি এই জগতের  একচ্ছত্র  রাজা ,
আইন ভঙ্গের অপরাধে দেন মহা সাজা।
তখন আমায় কে বাঁচাবে  ক্ষোভ  থেকে তার ?
তার জন্য  আমার এমন কষ্টের আচার ।


২০/০৪/২০২৩