কষ্ট দেয়া বন্ধু
-------------------
--------নজরুল ইসলাম খান

কাছে এলে,  জ্বালা বাড়ে,
সহ্য করা ভার ।
দুরে গেলে বিরহানলে
হৃদয় ছারখার ।
একূল ওকূল দুকূল  ভেসে
সব একাকার।
তোর মতন কষ্ট দেয়া
বন্ধু নাইরে আর ।
ডাকলে কাছে দূরে পালাস ,
দূরে বসে ডাক পাঠাস ,
কাছে গেলে পাইনা আশ্বাস
ছল করিস আবার  ।
তোর মতন কষ্ট দেয়া
বন্ধু নাই রে আর ।
একেক সময় একেক রকম
রূপ ধরিস রে তুই ।
তোর সাথে ইচ্ছে মতো
নাচাস রে নিতুই ।
বুঝি না তোর কখন থাকে
কোন রূপ আকার ।
তোর মতন কষ্ট দেয়া
বন্ধু নাই রে আর ।
তবু আমি তোরেই খুঁজি
আর তো কেউ  না ।
হৃদয় খুঁড়ে ইচ্ছে করে
বাড়াই যন্ত্রণা  ।
জেনে বুঝে এ কেমন
পাগলামি  আমার।
তোর মতন কষ্ট দেয়া
বন্ধু নাই রে আর।


১৪/০৩/২০২২