কথা
--------
--------নজরুল ইসলাম খান


মুখ দিয়েছেন যিনি, তিনি মুখে দি'ছেন ভাষা ।
মুখের ভাষায় জানায় সবাই আশা -ভালবাসা ।
কথা বলার আছে সবার অবাধ সাধীনতা ।
তাই বলে যায়না বলা ইচ্ছে মত কথা ।
মুখের  কথায় কেউ যেমন দুধ ভাত খায় ।
কেউ আবার কথার জেরে লাথি -চড় পায় ।
সবার কথায় হয় না কভু সমান পরিমাপ ।
তুচ্ছ জনের খারাপ কথা পাগলের প্রলাপ ।
আদৃতের সকল কথায় সবাই খোঁজে মানে ।
মুখ ফসকে বেফাঁস কথা ঘোর বিপদ আনে ।
ভুক্তভোগী  যারা বটে তারা সবাই জানে ।
অপ্রিয়  কথা কেমন জ্বালা ধরায় কানে  ।
ভালো কথা বলে সবাই গলে পরো মালা ।
সেনসেটিভ কথা বলতে মুখে লাগাও তালা ।


১৩/০৬/২০২২