কুরবানী
----------------
------নজরুল ইসলাম খান


বছর ঘুরে এলো ফিরে আবার শুভ কুরবানী।
মুসলিম আজ  উৎসর্গ কর  প্রিয় বস্তুখানি ।
আত্মসমর্পণ কর খোদার তরে নিজের ইচ্ছা ।
কুরবানীর শিক্ষা নয় শুধু শোনা ত্যাগের কিচ্ছা ।
পশুর সাথে কুরবানী দাও নিজের হিংসা বিদ্বেষ।
ত্যাগের মাহাত্ম্যে উদ্ভাসিত কর  হৃদয় অশেষ ।
কুরবানির রক্ত মাংস পৌঁছে না খোদার  আরশে ।
খোদা দেখেন মনের নিয়াত যা তোমার হৃদয়ে পরশে ।
কুরবানী যে নয় তোমার মাংস দিয়ে  বিলাস ভোজন ।
কুরবানী তো করে তোমার  নফ্সকে সুনিয়ন্ত্রণ ।
নিঃস্বজনে চেয়ে থাকে তোমার দিকে করে সবর ।
তাদের মুখে হাসি ফোটাও নিয়ে সুখ দুঃখের খবর।
পশুর সাথে যদি পার জবাই দিতে মনের গ্লানি ।
তবে হয়ত সার্থক হবে দেওয়া তোমার কুরবানী।


০৯/০৭/২০২২