কুরবানীর ঈদ
---------------------
---------নজরুল ইসলাম খান


কুরবানীর ঈদ এলো ফিরে একটি বছর পরে,
ঈদের খুশী লাগছে সবার মনে ।
দেয়নি যে কুরবানী তার ঈদ হয় কেমন করে ?
সে থাকে লুকিয়ে,কষ্টে আপন কোনে ।
কুরবানীর গোশত সব তুমি একা খেওনা,
একটুখানি দিও যারা কিনতে পারেনা ।
সব গোশত ডিপ ফিরিজে রাখতে যেওনা ,
দিও তাদের অভাবেও যারা হারেনা ।
যাদের  ঘরে ছোট্ট শিশু মন মরে থাকে ,
আসবে না তাদের ঘরে কুরবানীর গোশত তাই ।
পৌঁছে দেব তাদের ঘরে গোশত নিজ থেকে ,
তাদের ছাড়া কুরবানীর গোশত একলা কেমনে খাই?
সবার ঘরে ঈদ আসুক সবার সাহায্যে ,
ঈদের খুশী ছড়াক  সবার ঘরে ।
সবার মাঝে ঈদ আনন্দ বিলাও সহাস্যে ,
কুরবানীর ঈদ আনন্দ দিক সবার অন্তরে ।


১০/০৭/২০২২