লোক দেখানো
---------------------
--------নজরুল ইসলাম খান


অফিসের বড় বাবু ,
ইয়া বড় ভুড়ি তার ।
বাজারের সেরা জিনিস  
দিয়ে করে ইফতার ।
রোজা রাখে ত্রিশটি,
বদলায়না দৃষ্টি ,
ছাড়তে পারেনা তবু
পুরনো কারবার।
তার মতো আরও অনেক
আছে  যে রোজাদার  ।
চলে দিব্যি সুদ -ঘুষ,
মিথ্যা, ব্যভিচার ।
মসজিদের সভাপতি
হয়ে করে দুর্নীতি ।
টেনে আনে রাজনীতি,
সেখানেও বারবার।
যাকাতের নামে করে
নাম করার ফন্দি ।
গরীবের দিতে হয়
জীবনের দন্ডি।
লোক দেখা কাজে,
ভালো মানুষ সাজে,
এইসব করে তারা
হতে চায় সব পার ।
জয় করে নিতে চায়
আল্লাহর দরবার ।
কিন্তু যে জানেনা
আল্লাহু আকবার ,
যতসব বজ্জাতি  
করে দেবেন ছারখার ।