মা
---------
---------নজরুল ইসলাম খান


মাকে নিয়ে ,
বলতে চাই অনেক অনেক গল্প ।
মায়ের কথা,
ঝাপসা হয়ে মনে আছে অল্প ।
মা বলতেন ,
যাসনে খোকা বৃষ্টিতে ভিজতে ।
আমি বলতাম ,
ভালো লাগে  ভিজে ভিজে খেলতে ।
মা বলতেন ,
আয়রে খোকা সময় হলো পড়ার ।
আমি বলতাম ,
ইচ্ছে করে পাখির ছানা ধরার ।
মা ডাকতেন ,
ওরে খোকা, এবার আয় খেতে ।
আমি চাইতাম,
ঘুরে ঘুরে আনন্দ পেতে ।
মা চাইতেন ,
খোকা তার ভালো হয়ে থাকুক ।
আমি চাইতাম ,
মা যেন আমায় নিয়ে ভাবুক ।
বড় হয়ে ,
এখন  চাই থাকতে মায়ের কোলে  ।
মা এখন ,
আমায় ফেলে  দুরে গেছেন চলে ।
এ জগতে,
মায়ের চেয়ে আপন কেহ নাই ।
সব হারিয়ে ,
এতদিনে বুঝলাম আমি তাই।
শুনতে চায় না ,
আমার  খোকা তার মায়ের কথা ।
খোকার ছেলেও ,
বুঝবে না হয়ত মায়ের  ব্যথা।
২১/১২/২০২১