মামানামা
-------------
--নজরুল ইসলাম খান


বাঘ মামা, চাঁদ মামা,
আরো কত মামা!
জানা আছে মামাদের
কী আমলনামা।


মা র পরে প্রিয় খুব
নিজ নিজ মামা ।
আদর - ভালোবাসায়
যেন ভরা ধামা ।


ন্যায্য পাওনা চাইলে
বলে, ওরে থামা ।
ল্যাঙ মেরে দূর কর,
ঘাড় থেকে নামা ।


এই হলো ছড়া ভাই,
নাম মামানামা।
আমিও যে বাদ  নেই,
পরা সেই জামা ।


২৮/১১/২০২৩
টুটপাড়া , খুলনা