মানবতাবাদী
-----------------+
-------নজরুল ইসলাম খান


আমি , এক মানবতাবাদী কবি ।
নিজের মধ্যে দেখি জগতের
বঞ্চিতের প্রতিচ্ছবি ।
আমি,  যত অন্যায়,  অবিচার, অত্যাচার
দেখে কষ্টে কাঁদি ।
আমি কাঁদি,  তবু জেগে ওঠার আশায়,
সর্বদা বুক বাঁধি ।
আমি , সত্য লুকিয়ে মিথ্যাচারে ,  লজ্জায়
মুখ লুকাই ।
আমি ,  মনের আকুতি প্রকাশের বাধায় ,
বিধুর হয়ে যাই।
আমি দেখি , মানুষকে  কেমন করে  ,
পদদলিত করে ।
অসহায় মানুষের চাহনিতে  আমার
চোখ ফেটে জল পড়ে ।
আমি শুনি , মানুষের কান্না , হারিয়ে  
সহায় সম্বল ।
সকল সম্পদ কুক্ষিগত করে ,
সব লুটেরার দল ।
আমি , ধর্মের নামে বাড়াবাড়ি আর হানা হানিতে
কষ্ট পাই ।
আমি,  মানুষে মানুষে ভেদাভেদ ভুলে ,
সাম্যের গান গাই।
আমি , স্বার্থে মানুষ  অমানুষ হওয়ায়  ,
দুঃখ প্রকাশ করি ।
আমি , স্বার্থ ভুলে মানবিক হতে,
সকলের পায়ে ধরি।
আমি , বিদ্রোহী নই,  বিনয়ী আমি ,
প্রেম করি প্রচার ।
আমি ,  সকলের কাছে দাবী করি শুধু ,
যার যে অধিকার ।
আমি , শোষণ , পেষণ, অপশাসনের
তীব্র  বিরূদ্ববাদী ।
আমি  নেতা নই, অভিনেতা নই,  আমি
শুধু  মানবতাবাদী ।


১৮/০১/২০২২