মানুষের মন
------------------
---------নজরুল ইসলাম খান


বিচিত্র স্বভাবের হয় মানুষের মন ,
রূপ বদলায় সে যেন প্রতিক্ষণ ।
কখনো সোনালী আভা রোদে ঝলমল,
কখনো মেঘাচ্ছন্ন আঁধার কাজল ।
নদীর ঢেউয়ের মত কখনো উচ্ছল ,
কখনো শান্ত স্নিগ্ধ গাঢ় নীল জল ।
ভিন্ন রূপে মনের ভিন্ন প্রকাশ ,
মনটা যেন ঠিক উপরের আকাশ।
যখন যে রূপটি হয় স্ফুট  ,
মানুষ ও সেই রূপে হয় প্রস্ফুট ।  
পরিস্থিতি মানুষের  মন বদলায় ,
প্রকৃত  মানুষ  থাকে প্রছন্নতায়
একই মানুষের দেখে ভিন্ন রূপ ,
বিস্ময়ে করে সবাই  মন্তব্য বিরূপ ।
মনের উপরে যার থাকে নিয়ন্ত্রণ ,
তিনিই পারেন সব করতে সংবরণ ।


১২/০১/২০২২