মাতৃধাম
-------------------
-----নজরুল ইসলাম খান


বন্ধু ওসমান ফোন করে বলল।
রাখিনি খোঁজ তাদের, বাঁচল না মরল।
সত্যিই যাওয়া হয়নি বহু দিন গ্রামে ।
জন্ম স্থান আমার  সেই প্রিয় মাতৃধামে।
দেখা হয়নি অনেক দিন গাঁয়ের সে রূপটি ।
সন্ধ্যায় সূর্য ডোবে গাছের ফাঁকে চুপটি ।
ঝোপঝাড়ে ঝিঝি পোকার সারারাত ঐকতান ।
ঘুটঘুটে আঁধারে জোনাকির আলো দান।
বর্ষায় এক টানা ব্যাঙের মকমক ।
মেঘ মুক্ত আকাশে তারাদের ঝকমক ।
ঘাসের ডগায় শিশিরের আলো পড়ে চকচক ।
হিমশীতল সকালে শীতে কাঁপা ঠকঠক ।
কতদিন খাওয়া হয়নি মায়ের হাতের পিঠে পায়েস ।
আহা কী সুঘ্রাণ খেজুর গুড়ের মিঠে সন্দেশ ।
খাওয়া হয়নি কাঁকন বিলের বোয়ালমাছ , কৈমাছ ।
নাড়ার আগুনে পুড়িয়ে মটরশুঁটি , সিমগাছ ।
খাওয়া হয়নি আরও কতো সুস্বাদু খাদ্য ।
সারা দিন লিখলেও হবে না শেষ ফর্দ  ।
গ্রামের মেঠো পথে এক টানা পথচলা।
নদীতে মাঝিদের সাদা রঙের পাল তোলা ।
গাছে গাছে ফুল আর পাখিদের সমাহার ।
নৈসর্গিক সৌন্দর্যের আছে কোথায় তুলনা তার ।
গ্রামের সব মানুষ ছিল সবার আত্মীয় ।
আহা কী মিষ্টি ডাক সবাই কতো প্রিয় ।
মা আজ বেঁচে নাই বাবাও কবরে ।
আবদার সব ভাসিয়েছি চোখের জলের সরোবরে।
আগের মতো নেই আর পাড়াপড়শি আপনজন ।
প্রাকৃতিক পরিবেশও হয়েছে খুব পরিবর্তন ।
শহরের ব্যস্ততায় সবই আজ স্মৃতিময়।
রেখেছি সব সযতনে হৃদয়ের মণিকোঠায়।
১৮/১২/২০২১