মাতৃভাষা
--------
------------নজরুল ইসলাম খান


মায়ের কোলে শুয়ে আসে প্রথম শব্দ মুখে ।
মায়ের সাথে ভাব বিনিময়, হাসি -কান্না -সুখে ।
মায়ের মুখে মুখ রেখেই প্রথম কথা বলা ।
মায়ের পায়ে পা মিলিয়ে প্রথম হেটে চলা ।


মায়ের হাতের কলম থেকে প্রথম বর্ণ লেখা ।
মায়ের কাছে প্রথম আমার মাতৃভাষা শেখা ।
মা যে আমার প্রথম শিক্ষক নিকেতন পাঠশালায় ।
মায়ের কাছে জগৎ চিনি প্রথম অবলীলায় ।


সেই শিখেছি মায়ের ভাষা আর ভুলিনি কভু ।
যুদ্ব -সংগ্রাম -অবহেলা যত আসুক তবু ।
সে যে আমার মধুর ভাষা, প্রাণের বাংলা ভাষা ।
এই ভাষাতে কথা বলে মিটাই মনের আশা  ।


এ ভাষা না শুনলে জাগে সাত সাগরের তৃষা ।
এই ভাষারই অনাদরে হারাই ভাবের দিশা ।
এই ভাষাতে সিক্ত হয়ে বাঁচি অকপটে  ।
এই ভাষাই শুনতে শুনতে মৃত্যু যেন ঘটে ।


০৮/০২/২০২২