মায়ের খোকা নইতো আর
-----------------------------------
---------নজরুল ইসলাম খান


মায়ের খোকা নইতো আর ,
এখন আমি খোকার বাপ।
সবার দাবি পূরণ করতে,
চালাতে হয় দৌড়ঝাঁপ ।
আমার ব্যাথা বোঝেনা কেউ ,
মনে গভীর  পরিতাপ ।
সবাই হয় পূন্যের ভাগী,
আমার বেলায় শুধুই পাপ ।
মা নিশ্চয় দেয়নি আমায়
এমন কোন অভিশাপ ।
মা থাকলে বলতাম, মাগো!
এবার আমায় কর মাফ ।
সংসারের এ ঘানি থেকে
বাঁচি একটু ছেড়ে হাঁপ ।


২৭/০৮/২০২২