মেয়ের বায়না
--------------------
--------------নজরুল ইসলাম
আমার ছোট মেয়েটা
ধরে শুধু বায়না।
এটা সেটা না পেলে
খেতে কিছু চায় না ।
লাল রঙের জামা চাই ,
নীল টিপ আর ব্যান্ড চাই ,
মেলা থেকে কেনা চাই ,
চিরুনী আর আয়না ।
হাট থেকে কিনে দাও
যত আছে খেলনা ,
মাঠ থেকে এনে দাও
কাকাতুয়া ময়না ।
এছাড়া মন তার
খুশী যেন হয় না।
রংধনুর রং দিয়ে
ছবি  সে আঁকবে,
চাঁদটাকে ফালি করে
টেবিলে রাখবে ।
মন তার বেশি ভার,
লাগে না ভালো আর,
বলে বলে কেন সে
এগুলো পায়না ।
মা তাকে বকে রোজ ,
আমাকেও দেয় ডোজ ,
আশকারা পেয়ে না কি
কাছে তার যায় না ।
একদিন রাগ করে
কোন কিছু নেয় না ,
নাম ধরে ডাকলেও
সাড়া তবু দেয় না।
বায়না সে না ধরলে ,
দুষ্টুমী না করলে ,
চোখ ফেটে জল আসে ,
প্রাণে আর সয়না ।


২৫/১০/২০২১