মধুর দিন
-------------
---নজরুল ইসলাম খান


ঘরের পাশে সবুজ ঘাসে
ঘাস ফড়িং দেয় লাফ।
তার আড়ালে বন বিড়ালে
ঘুমায় বেশ  চুপচাপ।
খুকু বসে বারান্দাতে
কাটছে মিষ্টি ছড়া ।
বড় আপু দাওয়ায় বসে
খাচ্ছে তালের বড়া।
বাবা আসে  ঘরে ফিরে
কাজ সেরে তার মাঠে।
পাড়ার লোকে দল বেঁধে
ছুটছে  গাঁয়ের হাটে।
খোকা গেছে মাছ ধরতে
বুড়ো দাদুর সাথে।
আবির  রঙের জামা পড়ে
সূয্যি  বসছে পাটে।
মা ডাকছে আয়রে খোকা
সন্ধ্যা হয়ে  যায় ।
খোকাখুকু দাদীর কাছে
গল্প শুনতে চায় ।
এমন মধুর দিন যে আমরা
ফেলে আসছি  আগে।
এখন শুধু মনের মধ্যে
তারই স্মৃতি জাগে।


১৬/০৯/২০২৩
টুটপাড়া , খুলনা