মমতা চাও
-----------------
-----নজরুল ইসলাম খান


ত্রিশ বছর তিল তিল করে সাজানো এ সংসার ,
দুদিনেই বউ তুমি এসে  নিতে চাও অধিকার !
এ বাড়ীর প্রতি ধুলি কনার সাথে আমার পরিচয় ,
রয়েছে কত না হাসি -কান্না, ব্যথা, জয় -পরাজয় ।
পুতুল খেলা শেষ না হতেই বিয়ে হল এ ঘরে,
শাশুড়ী আমার সংসার ভার তুলে দিল মাথার "পরে ।
কোমর বেঁধে সেই যে শুরু  আর হয়নি কভু থামা ,
যত কাহিনী ঘটেছে জীবনে লিখলে হত শাহনামা ।
পান থেকে চুন খসলে শাশুড়ীর মুখের বকুনির ঝাল ,
শরীরের চেয়ে মনের কষ্টে হতেম যে নাকাল ।
ননদ- দেবর -ভাসুর মিলে কত জনের আবদার !
মিটাটে যেয়ে হিমসিম খেয়ে ব্যথায় হতেম জারজার ।
সারাদিনের যন্ত্রণা -কষ্ট ঘুচত নিশীথে  যেয়ে ,
স্বামীর দুটো মিষ্টি কথা, সান্ত্বনা, ভালবাসা পেয়ে ।
আজ সকলে চলে গেছে দূরে আমারে একলা ফেলে ,
সন্তানকে বুকে নিয়ে আছি ব্যথার প্রদীপ জ্বেলে ।
সেথায় এসে  কেটো না আর বিচ্ছেদের পারাবার ,
সব সাগরের জলে ও মিটবে না তৃষা যে  সাহারার
অধিকার নয়, মমতা চাও এ মায়া বৃক্ষের কোলে ,
জীবন ভর আগলে রাখবে স্নেহের ছায়া তলে ।


২৮/০৬/২০২২