মন্দ ছেলে
-----------------
---নজরুল ইসলাম খান


মন্দ ছেলের গন্ধ ভীষণ ,
সবাই করে সন্দ।
কথায় কথায় তার সাথে তাই
লাগায় কেবল দ্বন্দ্ব ।
মন্দ ছেলের ফেরে যখন
জীবনবোধের ছন্দ ।
দুষ্ট লোকের নষ্ট কান্ড
হয়ে যায় সব পন্ড ।


ভালো ছেলে সারাবেলা
ভদ্র থাকে মস্ত ।
একটুখানি বিপদ দেখলে
ভয়ে হয় যে ত্রস্ত ।
ভালো ছেলে নিজকে নিয়ে
থাকে বেশি ব্যস্ত ।
নিজের নিরাপত্তা থাকে
পরের হাতে  ন্যস্ত ।


দেশ সমাজের দুর্দিনে সেই
মন্দ ছেলের হস্ত ।
যুদ্ধ করতে অস্ত্র ধরে
সামনে থেকে পষ্ট ।
জগতের সব সংগ্রামে
মন্দ ছেলের রক্ত,
গড়ে তোলে অধিকারের
ভিতটা করে শক্ত ।


ভালোর সাথে পাশাপাশি
থাকুক না হয় মন্দ ।
ভালো- মন্দ মিলে ছড়াক
বাতাসে  সুগন্ধ ।


১৭/০৯/২০২৩
টুটপাড়া , খুলনা