মস্ত বীর
-----------
---নজরুল ইসলাম খান


ছোট্ট সোনা আর যেও না,
একটুখানি থামো ।
বাঘের পিঠের সওয়ার থেকে
জলদি করে নামো ।
বাঘ মামা  যে  আর পারে না ,
বইতে তোমার ভার ।
তোমায় ফেলে একটি লাফে
পগার হবে পার ।
বানরের দল লাফায় কেমন
তোমায় দেখে গাছে ।
হরিণ ছানা চোখ ইশারায়
ডাকছে তোমায় কাছে ।
কুমিরগুলো ডাঙায় উঠে
দেখছে তোমায় চেয়ে ।
বনের যত পাখপাখালি ,
খুশি তোমায় পেয়ে ।
সকল শক্তি বশে এনে
তুমি মস্ত বীর ।
তোমার ভয়ে সবই এখন
দাঁড়িয়ে যে স্থির ।
সবার  থেকে বিদায় নিয়ে
চল ফিরে ঘরে ।
মা মণি আজ নেবে তোমায়
কোলে বরণ করে।


৩০/০৭/২০২৩
টুটপাড়া, খুলনা