মৃত্যু
--------
------নজরুল ইসলাম খান


মৃত্যু, তুমি কেড়ে নাও
পিতা থেকে সন্তানকে ,
সন্তান থেকে পিতাকে ।
স্বামী থেকে  স্ত্রীকে,
স্ত্রী থেকে স্বামীকে ।
বন্ধু থেকে বন্ধুকে ,
সবার থেকে  সবাইকে ।


মৃত্যু তুমি কে?
এক মুহূর্তে থামিয়ে দাও জীবনকে ।
তুমি কেড়ে নাও
সবার ভালোবাসাকে।
বিভৎস তুমি ,
অন্ধকারে এসে
নষ্ট কর সুন্দরকে ।
উজাড় কর  পুরনোকে ,
শূন্য কর পূর্ণকে ।
স্থান করে দাও তুমি নতুনকে ,
তুমি কি অভিশাপ ?
নাকি আশীর্বাদ হে !
মৃত্যু তুমি কে ?


০৮/০৩/২০২২