মৃত্যুর পরে
----------------
---নজরুল ইসলাম খান


মরে গেলে মানুষ, দলে দলে  লোক আসে ।
দূরে- কাছে যে যেখানে আছে ।
সমবেদনা জানায় উহু আহা করে,
হয়ত দু’ফোটা চোখের জলও ফেলে ।
যখন প্রয়োজন ছিল  তার ,  
একদিন ও আসে নাই কাছে ।
বসে নাই পাশে ।
তাহলে কি জীবনের চেয়ে মৃত্যুকে সবাই  বেশি ভালবাসে ?
যখন দরকার ছিল দেখার,
দাবি ছিল সহানুভূতির হাত রাখার ,
তখন খোঁজ নেয় নাই কেমন করে বেঁচে আছে ।
কাজেরও করেনি মূল্যায়ণ কোন ।
মৃত্যুর পরে সবাই বলে, বড় ভালো লোক ছিল ।


১৪/০১/২০২৩