নাম
----------------
--------------নজরুল ইসলাম খান
যেমনই হোক,
একটা নাম থাকা চাই ।
কেননা, নাম ধরে ডাকতে হয় ।
নামটা সবার পরিচয় ।
অপরের দেয়া হলেও ,
নামটা সবারই প্রিয়  ।
নাম ধরে ডাকলে সাড়া দেয় ।
যার নাম ফেলানী ,
তাকে আদরিণী ডাকলেও কষ্ট পায় ।
কানা ছেলের নাম পদ্মলোচন ,
তাতে  কী হয়?
নামই সব কিছু  নয়।
মানুষ নামকে জাগিয়ে তোলে ,
নাম মানুষকে নয়।
মহৎ মানুষের নামে মিলিয়ে রাখা নাম
বিড়ম্বনাই শুধু বাড়ায়,
যদি সেই গুণ না রয় ।
নাম শুধু স্বতন্ত্র পরিচয় মাত্র ,
কাজেই সব কিছু  হয় ।
১৪/১২/২২১