নারী আটকে
------------------
--নজরুল ইসলাম খান


নারী আটকে  না সীমাহীন ক্ষমতায়,
নারী আটকে  না অঢেল  অর্থ বিত্তে ।
নারী আটকে  না কৃত্রিম  ভালবাসায়,
নারী আটকে না অহংকারীর  চিত্তে ।
নারী  আটকে না দুনিয়া  জোড়া খ্যাতিতে,
নারী আটকে  না জৌলুশ সাজসজ্জায় ।
নারী আটকে  না সুন্দর  চেহারায় ,
নারী আটকে না কৌশলের কুকব্জায় ।
নারী আটকে না কথিত সমাধিকারে,
নারী আটকে  না মিছিল কিংবা সভায়।
নারী আটকে  না আইন ও আদালতে ,
নারী  আটকে না একতরফা  সাধনায় ।


নারী হারিয়ে  যায় অসম্মান- অবহেলায়,
নারী হারিয়ে যায় আঁখি  জলের বন্যায় ।
নারী হারিয়ে যায় লোলুপ দৃষ্টির প্ররোচনায় ,
নারী হারিয়ে যায় অশালীন  যৌনতায় ।
নারী হারিয়ে যায় উশৃংখল -নগ্নতায় ,
নারী হারিয়ে যায় কামুকের কামনায় ।


রহস্যময়  নারীকে সহজে কি বাঁধা যায়?
সে শুধু আটকে পারষ্পরিক সম্পর্কের আস্তায় ।
নারী শুধু আটকে ধর্মীয় অনুশাসনে লালিত
হাজার বছরের  ঐতিহ্যের  আবহাওয়ায়  ।
নারী আটকে  তার আত্ম সম্মানের প্রাপ্যতায়,
নারী আটকে সংসারের বেড়াজালে সন্তানের মায়ায়।
নারী আটকে আত্মীয় স্বজনের স্নেহ মমতায়।
নারী  আটকে স্বামীর  বাহুডোরে,  নিখাদ ভালবাসায় ।


১৩/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা