নিজের মধ্যে লুকাতে চাই
-----–---------------------------
-----------নজরুল ইসলাম খান


হাজার আগাছার ভিড়ে ,
গাছেদের হয় না ঠাই।
মন বলে তাই ,
পালিয়ে যাই ।
যাব কোথায়?
পালানোর যায়গা তো নাই।
সবখানে ই তো ঘিরে আছে তারা,
পৃথিবীকে রেখেছে হাতের মুঠোয় যারা ।
সংখ্যাধিক্যের জোরে ,
সব শক্তি তাদের পিছে ঘোরে।
আমরা শুধু অন্ধকারে হাতড়াই ,
আর আকশের দিকে তাকাই ।
উপর থেকে নেমে আসে যদি কোন শক্তি,
সহানুভূতিশীল হয় আমাদের প্রতি, দেখে ভক্তি ।
তারপরও দেখিনা কোন উৎরাই  ,
যতই কপাল চাপড়াই ।
কোথাও যখন আর আশ্রয় না পাই ,
নিজের মধ্যে ই লুকাতে চাই ।


০১/০৪/২০২২