অনিয়ম
----------
--নজরুল ইসলাম খান


নিয়ম মেনে হয় না তো সব,
অনিয়মই ভালো।
আলোর চেয়ে  লাগে ভালো,
কারো কাছে  কালো।


উপরি দিলে চাপা পড়ে
যত সব অনিয়ম ।
এমনি ভাবে থাকতো যদি
চাপা ভয়ংকর যম ।


কী  মজাই পেতো তবে
উপরি দাতা মানুষ ।
হাজার বছর  থাকতো  তাদের
সখ -আহ্লাদ ও ফানুস  ।


অনিয়মই নিয়ম এখন
জানে সর্বজনে ।
নিয়মটা তাই চায় না মানতে
মানুষ ভালো মনে ।


অনিয়মটা কিছু  লোকের
হলেও  কল্যাণকর ।
অন্য সবার পোহাতে হয়
দুর্ভোগই অধিকতর ।


নিয়ম এবং অনিয়মের
এই যে চির দ্বন্দ্ব ।
চিরকালই ভাংছে সকল
মহৎ কাজের ছন্দ ।


এসো  মিলে সবাই করি
নিয়ম গড়ার ব্রত ।
তবেই শুধু দূর হবে
অনিয়মের স্রোত ।


২৯/০১/২০২৪
তালতলী, বরগুনা