নিরুদ্দেশ যাত্রা
-----------------------
----নজরুল ইসলাম খান


জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাড়িয়ে ,
কোথায় তুমি যাচ্ছ বন্ধু  হারিয়ে ?
নাগাল তোমার  পাই না যে হাত বাড়িয়ে ,
কোন সুদরে যাচ্ছ ভূবন ছাড়িয়ে ?


কাহার ডাকে দিচ্ছ সাড়া এইক্ষণে ?
মায়ার কোকিল ডাকছে তোমার কোন বনে ?
নতুন করে ভাব হয়েছে  কার সনে ?
পড়ছে না আর কাহাকেও  তাই মনে ।


আমরাও যে ছিলাম তোমার সেই সাথী ।
একই বাটে কাটিয়েছি দিন -রাতি ।
হঠাৎ করে টানলে জীবনের ইতি  ?
ছিন্ন করে সকল বন্ধন সব প্রীতি ।


আমাদের ও যাত্রা হবে ঐ পথে ।
জানিনা তো কখন কোথায় কোন রথে?
তখন যদি তোমার সাথে মিল ঘটে ,
আঁকা  হবে নতুন ছবি  সেই পটে।


১৮/০২/২০২৩