নিষ্ফল আশীর্বাদ
-------------------------
---------নজরুল ইসলাম খান


ছোট বেলায় আমি ভাল ফুটবল খেলতাম ।
মতি কাকা বলেছিল, দেখিস , বড় হলে একদিন নাম করা খেলোয়াড় হবি।
অনেকেই বড় খেলোয়াড় হয়েছে  ।
আমি খেলোয়াড় হতে পারিনি ।
স্কুলের স্যারেরা আমার পরীক্ষার খাতা দেখে বলেছিল
এই ছেলে একদিন মস্ত বিদ্বান হবে ।
সবার  মুখ উজ্জ্বল করবে ।
কিন্তু, মুখ উজ্জ্বল করার মত  বিদ্বান আমি হতে পারিনি।
ছোটকালে আমার মাতৃভক্তি  দেখে
মা বলেছিল, আমার ছেলে একদিন
বায়েজিদ বোস্তামীর মত ধার্মিক হবে ।  
  না , ভাল ধার্মিকও আমি হতে পারিনি ।
বার ফকিরের মেলায় অভিজ্ঞ গনক ঠাকুর
আমার হাত দেখে বলেছিল,
তোর তো রাজ কপালরে!  একদিন বিরাট ধনী হবি,
টাকার পাহাড় তোর পায়ে আছড়ে পড়বে।
ধনী তো দূরের কথা, আমার যে সংসারই চলতে চায় না।
বন্ধুরা বলত,  আমার রাশিতে নাকি ভালবাসা বেশী ।  
প্রেম -ভালবাসা একদিন ঠেলে ফেলতে পারব না।
ভালবাসা কাকে বলে আমি জানি না ।
আমায় তো কেউ কোনদিন বলেনি আমি তোমায় ভালবাসি।
সেই 'একদিনের' জন্য আমাকে আর কতদিন অপেক্ষা করতে হবে মতি কাকা  ?
কবে আমায় দেওয়া সব আশীর্বাদ  ফলবে?
সাদা কাপড় পরে কফিনে উঠলে তার  পরে কি
আমায় দেওয়া সব আশীর্বাদ বাস্তবে রূপ নেবে?
আমার মত আরও অনেকেরই সব আশীর্বাদ ফলেনি।
হয়ত সবার জন্য আশীর্বাদ ফলেনা ।
হয়ত কিছু আশীর্বাদ নিষ্ফল থাকে ।


০৫/০৬/২০২২