নিঃসঙ্গ
-----------
-----------নজরুল ইসলাম খান


চিনতে পারেন লোকটাকে? মাথা ভর্তি টাক ।
এক সময় ছিল যার বিরাট হাঁকডাক ।
অফিসের বড় পোস্টে বড়কর্তা তিনি ।
মন প্রফুল্ল না হলে ফাইল ছুড়তেন যিনি ।
যখন তখন লোকজনকে করতো হেনস্তা ।
কারো ওপর পারতেন না রাখতে আস্থা ।
আগে পিছে পাইক বরকন্দাজ ঘিরে রাখত তারে
অনুষ্ঠানে মঞ্চ সাজাতো ফুলের সমাহারে
সবার মুখে গুনকীর্তন ছিল তাকে নিয়ে ।
ভালবাসে সবাই তাকে হৃদয় মন দিয়ে ।
অন্যায় ভাবে কতজনকে কাজ দিয়েছে পাইয়ে ।
ন্যায্য পাওনা অনেকজনের নিজে নিছে খাইয়ে ।
কতজনের চোখের জল এখনও যে ঝরে ।
বিনা দোষে কতজন জেলে পঁচে মরে ।
গোটা কয়েক বাড়ি তার, ব্যাংক ভর্তি টাকা ।
চোদ্দ পুরুষ বসে খাবে যতই ঘুরুক চাকা ।
তার সাথে দেখা করা নয় সহজ কাজ ।
তিনি সবার বড় কর্তা যেন মহারাজ ।
কিন্তু যে ধর্মের কল বাতাসে নড়ে ।
আছেন তিনি দীর্ঘ দিন হাসপাতালে পড়ে।
স্ত্রী তার শুনেছি গেছে পরপারে ।
ছেলে ও তার বাস করে নেশার অন্ধকারে ।
পাশে এখন নেই কেউ গুনগান করার ।
মোসাহেবও নেই আজ মাথায় ছাতা ধরার ।
আজ তিনি নিঃসঙ্গ সব সম্পর্ক টুটে।
অবৈধ সম্পদ খায় বার ভুতে  লুটে ।


১৯/০১/২০২২