নূরুল হকের চাওয়া
-------------------------------
--------নজরুল ইসলাম খান


জমির আলীর ছেলেটা লেখা পড়ায় ভালো ।
যে কারণে নূরুল হকের মনটা বেজায় কালো ।
নূরুল হকের ছেলেরা চাকরি বাকরি করে ।
গ্রামের লোকজন তাই তাদের সন্মান করে ।
ব্যাগ বওয়া ছাতাধরা সবই তারা পায় ।
ভয়ে  থাকে সম্মানে কেউ ভাগ না বসায় ।
নূরুল হক ডেকে বলে,  ওহে জমির মিয়া !
কী হবে ছেলের এত লেখা পড়া দিয়া ?
তারচেয়ে দুই পয়সা আয় রোজগারে লাগাও ।
লেখাপড়ার জন্য কেন কষ্ট মনে  জাগাও?
জমির আলী বলে, একটু চেষ্টা করে দেখুক ।
দু অক্ষর শিখতে পারলে না হয় একটু শিখুক ।
নূরুল হক চায় না লোকে বিদ্যালয়ে পড়ুক ।
মূর্খ থেকে  সবাই যার যার ধর্ম -কর্ম করুক ।
জমির আলীর ছেলে একদিন অনেক বড় হয় ।
তাকে দেখে আর দশজনের দূর হয় ভয় ।
সে গায়ের সবাই এখন বিদ্যাবুদ্ধির শীর্ষে ।
নুরুল হকের অহংকার আজ ধুলায় গেছে মিশে ।


১০/০৮/২০২২