ওগো বৃষ্টি
--------------
----নজরুল ইসলাম খান


ওগো বৃষ্টি !  বৃষ্টি তোমার কিসে এত লজ্জা ?
এত ডাকি তবু কেন ভাঙেনা ফুলসয্যা ?
চুপটি করে বসে আছ ঘোমটা দিয়ে মুখে ,
দেখ না যে আছি আমরা সুখে কি না দুঃখে ।
তাপদাহে ছেলে- বুড়ো মরছে কেমন করে ,
পশুপাখির - বৃক্ষরাজির যাচ্ছে জীবন ঝরে ।
সবার কষ্টে তোমার বুঝি হয় না একটু দয়া ?
দুষ্ট তুমি, নষ্ট তুমি, তুমি  যে অপয়া ।
লক্ষ্মী তুমি, রাগ করো না এসো একটু নেমে ,
তা না হলে আমরা সবাই  যাচ্ছি কেমন   ঘেমে।
এসো তুমি, বারো রকম পিঠে দেব খেতে,
বরণ করব আনন্দতে জলকেলিতে মেতে।
ঘরের চালে ছাউনি দিয়ে বসতে দেব খাটে,
ফুল -ফসলের বিজয়োৎসব করব  তখন  মাঠে ।
নতুন গাইয়ের দুধ দুয়ে যে খাব সবাই মিলে,
শাপলা -শালুক পদ্ম কলি হাসবে বিলে ঝিলে ।
খুকু মনির পুতুলেরও বিয়ের আসবে তিথি,
পানসি নায়ে বরের সাথে তুমি ও অতিথি ।
শিং ও কৈ মাছ কানে হেটে আসবে তোমার সাথে,
ওগো বৃষ্টি!  বন্ধু তুমি, এসো আজই প্রাতে।


১০/০৬/২০২৩