পদ্মা সেতু
-----------------
-------নজরুল ইসলাম খান


প্রথম আমি পদ্মা সেতু পার হতে চাই ।
গাড়ি করে পদ্মা সেতু পার হতে চাই ।
হেটে হেটে পদ্মা সেতু পার হতে চাই ।
হাত নেড়ে পদ্মা সেতু পার হতে চাই ।

পদ্মা আমার করেছে অনেক গতিরোধ ।
এতদিনের অক্ষমতার নেব প্রতিশোধ ।
কে আমার পেরিয়ে যাওয়া করে প্রতিরোধ ?
মানব না আজ আমি কোন অবরোধ ।


ঘাটে এসে  আর আমি কালক্ষেপণ না চাই ।
ফেরির জন্য আর আমি প্রতীক্ষা  না চাই ।
নৌকা ছাড়া পদ্মা নদী পাড়ি দিতে চাই ।
তড়িৎ -বেগে পদ্মা নদী পাড়ি দিতে চাই।


আজন্মের স্বপ্ন আমার পদ্মা সেতু।
বাস্তবে উড়ল সেই  বিজয় কেতু।
অবাক বিশ্ব তাকিয়ে থাকে সাহস হেতু।
এ যেন বাঙালির ধুমকেতু।


বিশ্বকে আজ আমি জানান দিতে চাই।
নিজের টাকায় করেছি প্দ্মা সেতু ভাই ।
শক্তিতে আর  আমি কারো নিচে  নাই ।
কারো ভ্রুকুটিকে ভয় করি না তাই।


পদ্মা সেতু আমাদের ভীষণ  দরকার ।
সবার সাথে মেলবন্ধন দক্ষিণ বাংলার।
পদ্মা সেতু করেছে আমার সরকার ।
পদ্মা সেতু  আমাদের সবার অহংকার ।


০৩/০৬/২০২২