পাপ
--------
------নজরুল ইসলাম খান


মানুষ মাত্র ই কম বেশি পাপী ,
মাপতে গেলে পাপ,  ছাপিয়ে যায় ঝাঁপি ।
পাপের বোঝা মাথায় নিয়ে ,
বয়ে বেড়াই জীবন  ব্যাপী।
দুঃখ বোধ তবু কম ই হয় ,
অপরাধের মাত্রা বেড়ে ই যায় ।
পাপকে করে জীবন সাথী ,
পৃথিবী থেকে হই চির বিদায় ।
পুরনো পোশাকের সাথে পুরনো পাপ ,
দুঃখ -যন্ত্রণা -সন্তাপ,
মানুষের দেয়া যত অভিশাপ,
রেখে যেতে পারলে থাকতো না অনুতাপ ।


১৬/০৪/২০২২