পদে আছো তাই
------------------------
------নজরুল ইসলাম খান


পদে আছো তাই তোমায় মানুষ অনেক ফোন করে ।
অনেকেই  সময় অসময়ে খুব তোমায় ত্যক্ত করে ।
কখনো বা বিরক্ত হও,কখনো বা কথা বলো।
কখনো বা ইচ্ছে করে অনেককেই এড়িয়ে চলো ।
তোমার একটা সইয়ের জন্য অনেক মানুষ বসে থাকে ।
তোমার সাথে দেখা  করতে পাহাড় সমান ধৈর্য্য রাখে ।
তোমার থেকে কাজ পেতে অনেক গুণকীর্তন করে ।
মনের অনিচ্ছা সত্বে তোমায় দামী গিফট করে ।
তুমি ভাবো বিশাল তুমি,  হয়ে গেছো অনেক কিছু ।
তোমার গুণের কদর করে ঘোরে বুঝি সবাই পিছু  ।
কিন্তু তুমি পদটি ছেড়ে একটুখানি দেখ সরে ।
কে তোমার কাছে আসে, ক"জন তোমার খোঁজ করে।
পদ ও ক্ষমতা যে  নয়তো কারো চিরস্থায়ী ।
জনগণের কাতারে একদিন আসতে হবে সবারই ।
তাাইতো বলি মন তুমি কাজ কর এমনভাবে ।
পদ গেলেও কাজের গুণে সবাই যেন আপন ভাবে ।


০২/০৭/২০২২