পরিবর্তন
-----------------
---------নজরুল ইসলাম খান


মাঝে মাঝে  পরিবর্তন ভালোই লাগে।
নতুনের প্রতি সবার আগ্রহ জাগে ।
যত ভালোই হোক,
একই খাবার যেমন প্রতিদিন কেউ খায়না  ;
একই পোশাক ও কেউ  বেশীদিন  পরেনা৷
জানালার পর্দা , গৃহের আসবাব
কিছু দিন পরপর পাল্টিয়ে রুচির করে পরিবর্তন  ।
প্রকৃতির ঋতু চক্র ও করে আবর্তন ।
শিল্পী পাল্টিয়ে একঘেয়েমী দূর করে ,
গান শোনে ভিন্ন সুরে।
শেক্সপীয়ারের পরিবর্তে শেলীকে পড়ে ,
নজরুলকে পড়ে  রবীন্দ্রনাথের পরে ।
ভূমিষ্ট শিশুকে দেখে সবাই হয় আপ্লূত ।
মুখে না বললেও, পুরনোরা চলে গেলে হয় পুলকিত ।
ফুলদানীতে সাজিয়ে রাখা ফুলও ফেলে দেয় বাসী হলে।
আদরের শিশুকেও সারাক্ষন কেউ রাখেনা কোলে ।
চলমান সব কিছুর চায় নতুনত্ব ,
ধর্ম, আদর্শ, বন্ধুত্বের ও নয়তো ?
ভালো লাগেনা বেশী দিন একই চেয়ারে,
পদ পদবীর চায় উন্নতি, বদল।
ক্ষমতার ও চায় পালাবদল ।
কেঊ বোঝে , কেউ হয়ত বোঝেনা সকল।
সবাই চায় কিছু রদবদল ।
রাত্রি শেষে প্রতিদিন ওঠে নতুন সূর্য ,
ধীরে ধীরে  মুছে যায় ক্যালেন্ডার  থেকে একটি  বছর ।
পাওয়া না পাওয়ার হিসাব কষে কষে ,
জীবন থেকে নেয় সবাই অবসর।
সুখ-দুঃখের একই পরিমন্ডলে,
চায়না কেউ আবদ্ধ থাকতে ।
ব্যর্থ স্বপ্নগুলো মুছে ,
নতুন স্বপ্ন চায় চোখে আঁকতে ।
২৮/১২/২০২১