পরিশেষ
-----------------------------
------নজরুল ইসলাম খান


একদিন যারা অবজ্ঞা করেছে ,
অপরকে করেছে শোষণ ,
ইতহাস স্বাক্ষী, তাদেরই একদিন ,
সকলকে করতে হয় তোষণ ।
বঞ্চিত করে সঞ্চিত অর্থে,
গড়া ঐ সুউচ্চ ভবন ।
অনাকাঙ্খিতের আস্তানা হয় ,
ভেঙ্গে সব সুখ স্বপন ।
মিথ্যা আশ্বাসে যাদের পিছনে ,
ঘোরে আজ অপ শক্তি ।
তাদেরই একদিন অন্যের পিছনে
ঘুরতে হবে নিয়ে ভক্তি ।
অত্যাচারের খড়গ কৃপাণে ,
যারা করে ত্রাসের রাজত্ব ,
তাদেরই একদিন করতে হবে ,
পদদলিতের চির দাসত্ব ।
অহংকারের অট্টালিকায়,
অশ্বত্থ গেঁড়েছে শেকড় ।
ভাঙ্গবে নিশ্চয় উৎপীড়কের
স্বপ্ন বিলাস বাসর।
দুঃখ করোনা ব্যথিত বন্ধু ,
অপেক্ষার পালা শেষ ।
ভাগ্যের চাকা ঘুরবে দ্রুত ,
তোমাদের দিকেই পরিশেষ  ।


১৭/০১/২০২২