পরিত্যক্ত
---------------
----------নজরুল ইসলাম খান


যে মাটিতে জন্মেছি, যে মাটিতে উঠেছি বেড়ে ,
সে মাটি আজ আর  আমার নেই অধিকারে ।
নিয়েছে তা আগাছা আর অনাকাঙ্ক্ষিতরা দখলে ,
যতই চাই আমি,  দিতে চায় না আমারে  তারা কৌশলে ।
পরিচিত যারা ছিল তারা আজ পরিত্যক্ত ,
দাবী নিয়ে আমারে আর করে না উত্যক্ত ।
নিজেকে চেনাতে দিতে  হয় পরিচয় ,
আমিও ছিলাম এখানে  একসময় ।
আমি ই আজ এখানে অনভিপ্রেত ,
অথচ, জীবনের অনেকটা সময় করেছি এখানে  গত।
যে মাটি গিয়েছি ছেড়ে স্বেচ্ছায়,
সে মাটি আজ আমারে চেনেনা হায়!
চোখের আড়াল হলে কেউ আর বেশিদিন রাখেনা মনে,
যতই সম্পর্ক ছিল তার সনে।
পুরনো স্মৃতিগুলো  শুধু ডুকরে ডুকরে কেঁদে ওঠে ,
আমার কি মূল্য নেই এখানে মোটে?
যে ভূমি ছিল আমার জমিদারি ,
সেখানে আজ আমি  ভিখারি ।
আমার অধিকারের বাঁধন নেই আর শক্ত,
আমারই জন্ম ভূমিতে আজ আমি পরিত্যক্ত ।


২৭/০৬/২০২২