পথশিশু
---------------
------নজরুল ইসলাম খান


ঈদ তুমি সারাবছর
লুকিয়ে কোথায়  থাক?
প্রতিদিন কেন তোমার
দেখা পাই না'ক ?
আমি এক পথশিশু ,
পথে পথে ঘুরি ।
থাকা খাওয়ার ঠিক নাই ,
রোদে -তাপে পুড়ি ।
ছেড়া জামা গায়ে দিয়ে
কাটাই  বার মাস ।
আমায় দেখে সবাই  
করে পরিহাস।
আদর -স্নেহ পাই না
অবহেলা সাথী ।
লাথি চড়ে বড় হই,
বেওয়ারিশের নাতি ।
লেখা পড়ার ইচ্ছায়
সুযোগ আমার হয় না ।
বেঁচে থাকার সংগ্রামে
কষ্ট তাই যায় না।
ঈদের দিনে সামান্য
ভালো খাবার পাই ।
উচ্ছিষ্ট খাদ্য দিয়ে
আদর করে সবাই ।
আমার প্রতি হোক  সবার
সহানুভূতির তাগিদ ।
প্রতিদিন  সবার জীবনে
আসুক নতুন  ঈদ ।


০৪/০৫/২০২২