পৌষের দিনরাত
------------------------
------নজরুল ইসলাম খান


পৌষের দিনরাত,
শীতে কাঁপে পা হাত।
উত্তরে হিম বায়ু
বহে অকস্মাৎ।
কুয়াশার লেপ গায়,
সূর্যটা ঘুমায়।
সারাদিন রোদের
দেখা কেহ না পায় ।
ঠান্ডায় জমে যায় ,
পানিসহ পাত্র ।
ভেজাতে চায় না কেউ,
জলে তার গাত্র ।
গৃহে বসে  বসে ,
কাঁপে সবাই ঠকঠক ,
ছেলে -বুড়ো শীতে
কাশি দেয় খকখক।
যাদের  পোশাকের,
নেই কোন ঘাটতি ।
শীত  তাদের কাছে ,
এই একরত্তি ।
অবলা পশুপাখি ,
কষ্টে হারায় খেই ।
ছিন্নমূল মানুষেরও ,
দেখার কেউ নেই ।


০৯/০১/২০২৩